করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারের রিকশা শ্রমিক ইউনিয়নের সভা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি: মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩-এর বড়হাট আঞ্চলিক কমিটির এক সভায় দ্রব্যমূল্য কমানো, ন্যায্য ভাড়ার তালিকা প্রদান ও রেশনিং চালুর দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বড়হাট এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রিকশা শ্রমিক ইউনিয়ন বড়হাট আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ কিসমিত মিয়া।

আঞ্চলিক কমিটির যুগ্ম-আহবায়ক শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল আহমদ ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হানান খোকন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, বড়হাট আঞ্চলিক কমিটির সদস্য উসমান মিয়া, রুবেল মিয়া, মুজিবুর রহমান, ওবায়দুর, জাকির মিয়া, বিল্লাল হোসেন, হাবিজ মিয়া, আলমগীর হোসেন প্রমূখ।

বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিকদের রোজি রোজগার এমনিতেই কমে গেছে। তার উপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতির কারণে রিকশা শ্রমিকসহ নি¤œআয়ের জনগণকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নেতৃবৃন্দ বলেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দেশের উৎপাদন আর অর্থনীতি সচল রাখে যে শ্রমিক করোনা দূর্যোগের কারণে সেই শ্রমিক ও শ্রমজীবী-জনতা আজ কঠিন দিন পার করতে হচ্ছে।

সভায় আগামী ২৩ ডিসেম্বর উপমহাদেশের প্রখ্যাত কমিউনিষ্ট বিপ্লবীনেতা কমরেড আবদুল হকের ১০০ তম জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে উদযাপন কমিটি গৃহিত কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা থেকে রিকশা শ্রমিকদের স্থায়ী স্ট্যান্ড, ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, পাটকল-চিনিকলসহ বন্ধ রাষ্ট্রীয় সকল কলকারখানা আধুনিকায়নসহ চালু, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, করোনায় চাকরিচ্যূত কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা, নিত্যপণ্যের উদ্ধগতি রোধ, পূর্ণাঙ্গ রেশনিং এবং ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ