• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দীর্ঘ মেয়াদি পিরিয়ড হলে অবশ‌্যই যা করতে হবে !

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
দীর্ঘ মেয়াদি পিরিয়ড

মেনোরেজিয়া বা দীর্ঘ মেয়াদি পিরিয়ড যে কোন বয়সে হতে পারে। এতে মাসিক চক্রের কোন পরিবর্তন হয় না, তবে স্রাবের পরিমাণ বাড়তে পারে এবং এর স্থায়িত্বকাল ৮/১০ দিন হতে পারে।

রোগের কারনঃ
১। জরায়ু বা যোনির মধ্যে টিউমার হলে।
২। জরায়ু গ্রীবাতে ক্যন্সার হলে।
৩। ডিম্বকোষ বা ডিম্বনালীর প্রদাহ হলে।
৪। সন্তান প্রসবের পরে স্রাব হলে।
৫। এবোরসন হলে।
৬। জরায়ু নিচদিকে নেমে কিংবা পেছন দিকে হেলে পড়লে।
৭। প্রথম রজঃস্রাবে বিলম্ব হলে।
৮। হরমোনের প্রভাবে ও মেনোরেজিয়া হতে পারে ।

আরো পড়ুন..  মাসিকে ব‌্যাথা হলে যা করতে হবে !

রোগের লক্ষন সমূহঃ
১। মাসিক বা ঋতুর সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশী স্রাব হয়। ঋতু ৮/৯ দিন বা এর চাইতে বেশী স্থায়ী হয়।
২। কখনো ঋতু বন্ধ থাকে বেশী দিন। তারপর ঋতু হয় ও তা বেশী হয়।
৩। কখনো কালচে পদার্থ স্রাবে দেখা যায়।
৪। আলস্য, গা ভাঙ্গা, হাই তোলা, ম্যাজ ম্যাজ করা ইত‌্যাদি লক্ষন প্রকাশ পায়।

খাবার ও চিকিৎসাঃ
১। ভাল কোন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কারন অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
২। ভাল পথ্য খেতে দিতে হবে যা দ্রুত বল বৃদ্ধি করতে সাহায্য করে।
৩। বেশী পরিশ্রমের কাজ থেকে বিরত থাকতে হবে।
৪। দেহের অন্যান্য দিকের বিশ্রাম নিতে হবে ।

আরো পড়ুন.. অনিয়মিত মাসিক সমস‌্যার চিরস্থায়ী সমাধান !

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ