বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের
ছাতকে সড়ক দূর্ঘটনায় নিজাম উদ্দীন (৩৫) নামে এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু ঘটেছে। সে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিন বড়কাপন গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র।
মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিন মোটরসাইকেল দিয়ে বড়কাপন থেকে কফলা বাজার যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে কৈতক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তার নামাজের জানাযা বুধবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বড়কাপন গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।