• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাগুড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা শহরের অতি সন্নিকটে নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার সকালে বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যান সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলী আকবর খান, সাধারণ সম্পাদক আলী ইসলাম, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বিশিষ্ট মুরুব্বি আলী আক্তার চৌধুরী, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, ইউনিয়ন যুবলীগ সভাপতি শামছুল হক আখনজী, বিধান দাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, নজরুল ইসলাম, অলিউর রহমান, সুমন আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আশাদুর রহমান, প্রবাংশু দাশ, রহিম খান, শেখ সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ তানভীর প্রমূখ।

মানববন্ধনে এলাকাবাসীর দাবী, নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সেই দাবির প্রেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় আইনে হবিগঞ্জ সদর উপজেলায় স্থাপন করার কথা বলা হয়েছে । উক্ত আইন সংশোধ করে বানিয়াচং নাগুড়া কৃষিফার্ম এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপন করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।

বক্তারা বলেন- প্রায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে নাগুড়া কৃষিফার্ম এলাকায় । ইচ্ছে করলে সরকার এখনই শিক্ষা কার্যক্রম চালু করতে পারে । মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিকদের দলের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগন অংশ গ্রহন করেন হবে।

উল্লেখ্য. ২০১৪ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে এক জনসভায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে ঘোষনা দেন। এর প্রেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ