বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার কটালপুর এলাকায় কালনি এক্সপ্রেসের দুই বগির মধ্যে আগুন লেগে ধোয়া বের হয়। ধোয়া বের হতে দেখা গেলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। এসময় যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রেনটি থামিয়ে দেয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। পরে ট্রেনের দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
খবর পেয়ে মোগলাবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, শনিবার সকাল ৬ টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ৬ টা ৪০ মিনিটের সময় কটালপুর এলাকায় পৌছা মাত্র দুই বগির মধ্যে আগুন লেগে ধোয়া বের হয়। সাথে সাথে ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হয়, ফেলে দেয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।