• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি: আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধভাবে মজুদকৃত চাল সহ ২ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান বাদী হয়ে জড়িত ৭ জনের নাম উল্লেখ সহ একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গতকাল বুধবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস ও এস আই মিজানুর রহমান উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারের আলাল মিয়ার দোকানে অবৈধভাবে মজুদকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ বস্তা ( ৩০০) কেজি চাল জব্দ করেন।

এ সময় ঘটনাস্থল থেকে জব্দকৃত চাল সহ ব্যবসায়ী আলাল মিয়া ও প্রভাত সরকারকে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে আটককৃত আসামী আলাল মিয়ার জবানবন্দিতে ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার স্বরুপ মিয়া ও অবৈধভাবে চাল বিক্রির সহযোগী লামাগাঁও বাজারের আলী রব, বজলু মিয়া, কিবরিয়া মেম্বার ও ফটিক মিয়ার নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে কালোবাজারে চাল বিক্রির অপরাধে মামলা নেয়া হয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২ জন সহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে চাল বিক্রির দায়ে মামলা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ