করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট বিভাগে আরও ২৯ জনের করোনা শনাক্ত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট বিভাগে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানীর ল্যাবে শনাক্ত সবাই সিলেটের বাসিন্দা।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল বলেন, বুধবার শাবির ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৫ জন রোগী রয়েছেন।

 

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৩৪ জন, সুনাগঞ্জে ২ হাজার ৩০৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৮০ জন।

 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।

 

অন্যদিকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ