বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের জকিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার।
এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী গন্ধদত্ত গ্রামের আব্দুল মালিকের ছেলে নজরুল ইসলামকে দুই হাজার, বাবুর বাজারের ফল ব্যবসায়ী আব্দুল জলিলের পুত্র আব্দুল ওয়াহিদকে এক হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় ঔষধ বিক্রেতা হেলাল আহমদকে এক হাজার, ইলাবাজ গ্রামের আব্দুন নুরের ছেলে ওসমান গনি, পশ্চিমবন্দ গ্রামের সজল বিশ্বাসের ছেলে চন্দন বিশ্বাস ও গুয়াবাড়ী গ্রামের আব্দুল মালিকের পুত্র তাজুল ইসলাম প্রত্যেককে পাঁচশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার।