বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বিশ্বনাথে রিকশার চাকায় বাঁধা শফিক আলী (৩৪) নামে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরের রাজনগর দাস পাড়া গ্রামের পাকা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শফিক আলী মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল নওয়াদা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামের হাজী মোস্থফা মিয়ার বাড়িতে সপরিবারে বসবাস করে আসছে।
পুলিশ জানায়, লাশে গলায় লাগানো একটি রশি রিকশার চাকার সঙ্গে বাঁধা ছিল। সুরতহাল রিপোর্ট শেষে রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে তার রিকশাটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শনিবার নিহতের ছোট ভাই রফিক আলী (২৮) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তার মাথার ডান পাশে ভারী অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম আর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে থানার ওসি শামীম মূসা বলেন, হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।