করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটের সুরমা নদীতে মুহুরীর লাশ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট আদালতের এক মুহুরীর (আইনজীবী সহকারী) লাশ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম মো. আব্দুল ওয়াহিদ (৬০)।

শুক্রবার লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। লাশটির মাথায় তিনটি কাটা দাগ ও শরীরে বেশ কয়েকটি কাটাছেঁড়ার দাগ রয়েছে।

নিহত আব্দুল ওয়াহিদ দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মনির উদ্দিনের ছেলে। বুধবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি।

সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা- ওয়াহিদের নিখোঁজ হওয়া ও মৃত্যু দুটোই রহস্যজনক। রহস্য উদঘাটনের লক্ষ্যে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ