বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: আয়ারল্যান্ডের ভিসা তুলে দেয়ার কথা বলে ভারতে নিয়ে সিলেটের বিশ্বনাথের এক যুবককে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই মাস সেখানে বন্দি থাকার পর দালালদের দাবিকৃত ১০ লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছেন ওই যুবক।
নির্যাতিত যুবক বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল হক (৩০)। তিনি দেশে ফেরার পর এ ঘটনায় গত ১ এপ্রিল ৪ জনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ আইনে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানায় যাওয়ার পর কোর্টের নির্দেশে মামলা রেকর্ড করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ২-৩ জন।
এ মামলায় সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা সিলেট জেলা সদরের এয়ারপোর্ট থানার আম্বরখানার পূর্ব পীর মহল্লার নিজ বাসা থেকে পিতা-পুত্রকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মৃত রফিক উদ্দিনের পুত্র আব্দুস সালাম (৪৮) ও তার ছেলে নাঈমুর রহমান সাকিব (২৪)।
মামলার বাকি আসামিরা হলেন- গ্রেফতারকৃত আব্দুস সালামের স্ত্রী আমিরুন বেগম (৩৮) ও দক্ষিণ সুরমা থানার মামরখপুর গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৪৪)।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি শামীম মূসা জানান। এর পূর্বে ভিসা তুলতে ভারতে যাওয়ার কথা বলে দালালরা ২০১৯ সালের আগস্ট মাসে বাদী আব্দুল হককে আয়ারল্যান্ড পাঠানোর নামে দুই কিস্তিতে আরও আড়াই লাখ টাকা নিয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।