বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সিলেটের দুইটি ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৯৩ জন। তন্মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে ৫৪ জন ও ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন শনাক্ত হন।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার অতিক্রম করলো।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুইটি ল্যাবের দৈনিক নমুনা পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, ওসমানীর ল্যাবে শনাক্তকৃতদের মধ্যে সিলেটের ২২ জন ও মৌলভীবাজারের ১৭ জন । বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে, শাবির ল্যাবে আজ শুক্রবার ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৫৪ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ২৮ জন ও হবিগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী জুয়েল
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২ জন।