বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের কৃতি সন্তান গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রশাসন) চিত্তরঞ্জন দাশ (৭০) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গতকাল রবিবার বিকালে তার লাশ জেলার নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে নিজ বাড়িতে দাহ করা হয়।
এর আগে শনিবার রাতে তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক দিপক কুমার দাশ জানান, প্রকৌশলী চিত্তরঞ্জন দাশ দীর্ঘদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১১টায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার একমাত্র ছেলে প্রকৌশলী ও মেয়ে ডাক্তার।
প্রকৌশলী চিত্তরঞ্জন দাশ ১৯৭৮ সালে গণপূর্ত বিভাগে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবন শেষে ২০১৪ সালে তিনি একই বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রশাসন হিসেবে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রকৌশলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।