• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ৫ বস্তা সরকারী চাল উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডুরা ইউনিয়নের জঙ্গাল গ্রামের রিকশা চালক জাদু সরকারের বাড়ি থেকে ভিজিএফের ৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় এলাকার লোকজন সন্দেহ হলে ওই বাড়িতে গিয়ে চালের বস্তা দেখতে পান।

এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে খবর দিলে তিনি শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দেন।

পরে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এলাকাবাসী জানান, গত ২৭ জুলাই বিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। এ সময় ১ হাজার ৭৫৫ জন লোককে কার্ড দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ওই চাল রিকশা চালক জাদু সরকারের ঘরে আত্মসাতের জন্য লুকিয়ে রাখেন। তাদের দাবী গ্রামের অনেক কার্ডদারীর চাল এভাবে আত্মসাৎ করে ইউপি মেম্বার নান্টু সূত্রধর।

এ ব্যাপারে নান্টু সূত্রধর জানান, তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না। সকালে বিষয়টি জানতে পেরেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার বলেন, সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ