• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অবিস্মরণীয় সাফল্য

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এবারও  অবিস্মরনীয় সাফল্য অর্জন করেছে। ১১০জন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে ৭৫টি এ প্লাস সহ শতভাগ পাশ করেছে।

মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়।

একই ভাবে চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ১৪’শ ছাত্র/ছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।

চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ১১০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে।

উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।

ইতিপূর্বে হবিগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক (বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব) মাহমুদ হাসান ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা
চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ওকারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করে পাঠদান ও ফলাফল সহ সার্বিক বিষয়ে প্রশংসা করেছেন। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ