• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দেশে কোভিড রোগী ১৪ হাজার ছাড়াল

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

করাঙ্গীনিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৪ হাজার ৬৫৭ জন আক্রান্ত হলেন।

একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হলো।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে অধিদদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।

মারা যাওয়া নারীদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ জনের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ জনের মধ্যে দুজন।

পুরুষদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগে সংগ্রহ করে রাখা কিছু নমুনা গতকাল পরীক্ষা করার ফলে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ২ হাজার ৬৫০ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ