• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর টহলে বদলে গেছে চিত্র

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ (হবিগঞ্জ):
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় নবীগঞ্জে চলছে অঘোষিত লকডাউন। উপজেলা প্রশাসন ও সরকারের সব পদক্ষেপ যেন সফল হয়েছে। তাই এই উপজেলার চিত্র পুরোপুরি বদলে গেছে। নেই কোনো কোলাহল, কর্মব্যস্ততা ও হাক ডাক। সর্বত্র এখন চলছে নিরবতা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করার ফলেই এলাকার সবাই যেন হোম কোয়ারেন্টিনে- এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। বের হলেও মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজাই রেখে চলছে তারা।

নবীগঞ্জ উপজেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হাট বাজার গুলোতে নেই কোন লোকের সমাগম। সবাই এখন ঘরমুখি। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সচেতনতার লক্ষে প্রচার-প্রচারণার জন্য শহর ও হাট বাজারে গত কয়েক দিন যাবত নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করার ফলেই সবাই ঘরমুখি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা উপজেলার নতুন বাজার,ইমাম বাড়ী বাজার,বাংলা বাজার,আউসকান্দি বাজার,ইনাতগঞ্জ বাজার ঘুরে দেখা যায়। নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার বাজার গুলোতে নেই কোন লোকের উপস্থিতি। দু-একজন ঘর থেকে বের হয়েছেন তাও মাস্ক পড়ে ওষুধ ও নিত্য প্রয়োজনী পণ্য কেনার জন্য।কাইয়ুম চৌধুরী নামের এক ব্যাক্তি জানান, আমাকে প্রতিদিন প্রেসার ও গ্যাসের ওষুধ খেতে হয়। তাই ওষুধ কেনা জন্য বাজারে এসেছি। তাছাড়া বিনা প্রয়োজনে বাসা থেকে বের হইনা।

 

নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, পুলিশ সবসময় উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ও সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে।এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী ক

কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, আমরা প্রতিনিয়ত জনগণের দ্বারগোড়ায় যাচ্ছি। এবং সচেতনামূল মাইকিং ও প্রচার প্রচারণা চালাচ্ছি। সেই সাথে কেউ যাতে অভুক্ত না থাকে তাই আমরা নিজে খাদ্যসামগ্রী নিয়ে গরীব অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এছাড়াও আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আসছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ