• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে দূরত্ব বজায় রাখার পরামর্শ সেনাবাহিনীর

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২০

কামরুল হাসান, নিউজ এডিটর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে  ৯টা থেকে দুপুর ১২টার পর্যন্ত উপজেলার সুতাং বাজার, অলিপুর, কেশপুর বাজার ও পুরানবাজারে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন মো: আসিফ ইকবালের নেতৃত্বে প্রচারাভিযান করে সেনাবাহিনী।

এর আগে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সাক্ষাত করে পরামর্শের মাধ্যমে মাঠে নামেন তারা।

এসময় সেনাবাহিনী করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে বিভিন্ন পরামর্শ প্রদান করে এবং দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও প্রতিটি ঔষধের দোকানের সামনে রং দিয়ে দূরত্ব বজায় রাখার জন্য চিহৃ তৈরী করে সেনাবাহিনী।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ