• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে কর্মচঞ্চল চা শ্রমিকরা: নেই করোনা সতর্কতা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২০

নুরুল আমিন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে ২২টি চা বাগানের প্রায় দেড় লাখ শ্রমিক এখনো কাজ করছে দল বেঁধে। এতে করে বাগানের সাধারন শ্রমিকদের মাঝে করোনা আতংক দেখা দিয়েছে।

বাগান কর্তৃপক্ষের মাঝে নেই করোনা সতর্কতার কোন
আলামত। শ্রমিকরা সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা অব্দি কাজ করে চলেছে। চা কারখানাগুলোতেও চলছে কাজ।

চুনারুঘাট উপজেলায় ডানকান ব্রাদার্স,ন্যাশনাল টি কোম্পানী ও ব্যক্তিমালাকাধীন চা বাগানের সংখ্যা ২২টি। এতে শ্রমিক রয়েছেন দেড় লাখের উপরে। ওই
শ্রমিকরা এক সাথে দল বেঁধে কাজে যায়। ঘরে ফিরে এসে পরিবারের শিশুদের সাথে মেলা মেশা করে,রান্না-বান্না করে। বার বার হাত ধোয়ার রেওয়াজ চালু হয়নি বাগানগুলোতে। চা বাগানগুলোতে করোনা সতর্কতা এখনো জারি করা হয়নি। করোনা নিয়ে চা শ্রমিকদের মাঝে কোন ভীতি বা উদ্ভেগও লক্ষ্য করা যায়নি।

বাগানে স্বাস্থ্য কর্মীসহ জনপ্রতিনিধিরা এখনো শুরু করেননি করোনা প্রতিরোধ বিষয়ে কোন কাজ বাগানের অলিগলিতে গড়ে উঠা বিভিন্ন পন্যের দোকান-পাট গভীর রাত পর্যন্ত খোলা থাকে। পাড়া- মহল্লার মদের দোকান গুলোও উন্মুক্ত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় বলেন, চা বাগান বন্ধ করার কোন নির্দেশনা এখনো আসেনি তবে শ্রমিকদের মাঝে করোনা সর্তকতা বাড়ানোর কাজ চলছে।

বাগান অধ্যুষিত এলাকার ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যগন  যারা চা বাগানে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে ডেকে এনে করোনা বিষয়ে করনীয় সব নির্দেশনা দেয়া হয়েছে। তারা শ্রমিক লেনগুলোতে কাজও করছেন। তবে বাগান ব্যবস্থাপকরা এখনই বাগান বন্ধ ঘোষনা করতে চাইছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ