• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শেখ হাসিনার উন্নয়নের দর্শন হচ্ছে জনগনের কল্যানের উন্নয়ন: পরিকল্পনা মন্ত্রী

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দর্শন হচ্ছে জনগনের কল্যানের উন্নয়ন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা একটি
হাওর এলাকা । বানিয়াচংসহ হাওর অঞ্চলের উন্নয়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ প্রদান করেছেন। তিনি এসময় আরো বলেন হাওর আর অনুন্নত এবং অবহেলিত থাকবে না।

দেশের অন্যান্য এলাকার সাথে হাওরকে যুক্ত করার জন্য বিশেষ বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলাকে রেল যোগাযোগের মাধ্যমে ময়মনসিংহ জেলার সাথে সংযুক্ত করা হবে। মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি ইউনিভার্সিটিসহ বানিয়াচং তথা হবিগঞ্জ জেলার সকল উন্নয়ন প্রকল্প বিশেষ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আশ্বাস প্রদান
করেছেন।

শনিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান এমপিকে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তি সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা.মুশফিক হোসেন চৌধুরী,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,আওয়ামীলীগের জাতীয়পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা এড.সিরাজুল ইসলাম চৌধুরী, শেখ শামসুল হক,জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম,বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ  সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি,ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম প্রমূখ।

পরে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ