• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে এগ্রো অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: এগ্রো অফিসার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ভোটে মো. মুখলেছুর রহমান সভাপতি, মো. রফিকুল ইসলাম (সাগর) সাধারণ সম্পাদক ও মো. রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী। এর আগে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ৭১ জনের ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নিবাচন পরিচালনা করেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও অর্থ সম্পাদক কামরুল হাসান।

এর আগে সকাল ১১টায় সংগঠনের আহ্বায়ক ইষ্ট ওয়েস্ট কেমিক্যালস লিঃ এর সিনিয়র মার্কেটিং অফিসার উত্তম কুমার সূত্রধরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জায়েন্ট এগ্রো প্রসেসিং লিঃ এ সিনিয়র মার্কেটিং অফিসার কামাল আহমেদের পরিচালানায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- কুশিয়ারা সীড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. রিপন মিয়া, লাল তীর সীড এর ডি এম মাহমুদুল হাসান (জাহিদ), ইয়ন এগ্রো ইন্ডাঃ লিঃ এর মার্কেটিং অফিসার মিন্টু চন্দ্র রায়, সংগঠনের সাবেক সভাপতি মার্কেটিং অফিসার মো. ফারুক খাঁন, মার্কেটিং অফিসার মো. রফিকুল ইসলাম (সাগর), সিনজেনটা অফিসার আব্দুল ওয়াহেদ বাচ্চু, মার্কেটিং অফিসার মিজানুর রহমান সুমন, আলহাজ্ব শফিকুল ইসলাম মোল্লা, এমরান মিয়া, নুরুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপসহকরি কৃষি কর্মকর্তা ইকবাল, উপসহকারি কৃষি কর্মকর্তা নিউটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ