• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে ইউপি অফিস ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন অফিস ভাংচুর ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য সাহেল আহমেদ, সুমন আহমেদ, জাপার সহ-
সভাপতি মোঃ আব্দুল হাই, দরগা মিয়া, এমরান আলী, শিপন, কয়েছ আলী প্রমূখ।

বক্তারা অবিলম্বে সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও জনপ্রতিনিধির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য- গত রোববার বিকেলে নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে গতকাল রবিবার সন্ধ্যায়
৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে তার অফিসে অবরুদ্ধ করে একদল সিএনজি শ্রমিকরা তাকে মারধর ও অফিস এবংমোটর সাইকেল ভাংচুর করে।

এসময় উত্তেজিত জনতা এসময় ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান
সাইদুর রহমানকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবীগঞ্জ উপজেলার বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিকদের মধ্যে র্দীঘদিন ধরে হিসাব নিকাশ ও ষ্ট্যান্ডের ম্যানাজারী নিয়ে বিরোধ চলে আসছিলো। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান অপর পক্ষে ছিলেন বাজার সঈদপুর সিএনজি শ্রমিক
সমিতির সভাপতি রব্বান মিয়া ও সাধারণ সম্পাদক গেন্দুরাজ।

রবিবার এর জের ধরে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে ইউনিয়ন অফিসে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। এসময় ক্ষুদ্ধ শ্রমিকরা অফিসের গ্লাস ও দরজা ভাংচুর করে। প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে গ্রামবাসী বাজার সঈদপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে যান
চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। এখবর লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, কেন শ্রমিকরা আমার অফিস ঘেরাও করে ভাংচুর করেছে সেটা আমি জানিনা। আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, আমার অফিস ঘেরাও করে তারা অন্যায় ভাবে ভাংচুর
করেছে। সেটার জন্য আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দিবো। এব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। বাজার সঈদপুর সাএনজি শ্রমিক সমিতির সভাপতি রব্বান মিয়া বলেন, বাজার সঈদপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিকদের মধ্যে র্দীঘদিন ধরে হিসাব নিকাশ ও ষ্ট্যান্ডের ম্যানাজারী নিয়ে বিরোধ চলে আসছিলো। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ৫নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান তার ইন্ধনের জন্য বিরোধ ও হিসাব নিকাশ শেষ হচ্ছে না তাই শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে মেম্বারের সাথে তর্কবিতর্ক করেছে। তাকে শ্রমিকরা অবরুদ্ধ করেননি।

এব্যাপারে সহকারী সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে যথা সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সরকারী অফিস ভাংচুরের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ