• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে কাজী ফার্মের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন : হুমকির মুখে কৃষি জমি

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের পশ্চিম দিকে ‘কাজী ফার্ম’ নামের একটি কোম্পানী বিশাল এলাকা জুড়ে বালু ভরাট করার নামে শত শত কৃষি জমি বিনষ্ট করছে। এখানে ফার্ম করার নামে প্রায় দেড়’শ একর জমি ক্রয় করে তা বালু দ্বারা ভরাট করতে স্থানীয় কৃষকদের জমি থেকে থেকে ৮-১০টি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।

এতে ওই বালু আশপাশের কৃষকের অনুমতি ছাড়াই তাদের জমির উপর দিয়ে পাইপের মাধ্যমে কোম্পানীর জমিতে নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে বালু উত্তোলন করতে এতই গভীর করা হচ্ছে যে, পার্শ্ববর্তী মালিকানা জমি ভেঙ্গে তা একাকার হয়ে পড়ছে। এ অবস্থায় কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে নির্বিঘ্নে বছর ধরে কাজী ফার্ম অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।

তাদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রতিবাদ করলেও তারা প্রভাবশালীদের হুমকীর কারণে সফল হচ্ছে না। ফলে চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চয়তায় পড়েছে।

এমনকি স্থানীয় এলজিইডির রাস্তার পাশে বালু উত্তোলন করায় গুরুত্বপূর্ণ এ সড়কটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় রাস্তা ধসে পড়তে পারে। কাজী ফার্মের এমন জনস্বার্থ বিরোধী কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় কৃষকরা।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষে তালেব আলী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও স্ন্নিগ্ধা তালুকদার।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ