• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : আগামী ১১ জানুয়ারি হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ জন শিশুকে একযোগে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৬৭ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২২৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ কেএম মোস্তাফিজুর রহমান।

তিনি আরো জানান, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ১ হাজার ৮৮৬টি কেনেদ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাসুল খাওয়ানো হবে। মাঠ পর্যায়ে কাজ করবেন ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী, ৫২০ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও ২১৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এছাড়াও থাকবেন ৩ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক।

সিভিল সার্জন বলেন, এবারের নীল রঙের ক্যাপসুলগুলো আমদানী হয়েছে কানাডা থেকে এবং লাল রঙের ক্যপসুল তৈরী হয়েছে বাংলাদেশে। নির্দিষ্ট বয়সের শিশু ছাড়া অন্যদেরকে এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সহকারী সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহছান, রুহুল হাসান শরীফ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার, নিখিল রঞ্জন শর্মাসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ