• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে বড়বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় ওসিসহ অন্তত অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (০৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নন্দীপাড়ার বোয়ালিয়া হাটি ও দেওয়ান দিঘিরপাড় গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, দুই গ্রামের দুইদল যুবকের মধ্যে তুচ্ছ কারণে মারামারির সূত্রপাত ঘটে। এক পর্যায়ে তা দুই গ্রামবাসীর সংঘর্ষে রূপ নিলে বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে বানিয়াচং থানা থেকে ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পুলিশের সাথে ১ নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, শ্রমিকলীগ নেতা এডভোেকেট লুকু, যুবলীগ নেতা সাহিবুর, আনছার, সিএনজি মালিক সমিতির নেতা মুছা মিয়া, জীপ সমিতির নেতা মহিবুর রহমান, ইউপি মেম্বার লোকমান মিয়া, ইউিপ মেম্বার নাসিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সংঘর্ষ থামাতে প্রাণপণ চেষ্টা চালান।

একপর্যায়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইউএনও মামুন খন্দকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ছাত্রলীগের সহ-সভাপিত মামুন খান, সাধারণ সম্পাদক রিপন চৌধুরীসহ আরো একদল নেতৃবৃন্দ যোগ দেন।

পুলিশ ও নেতৃবৃন্দের ঘন্টাব্যাপী চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পরে নেতৃবৃন্দ উভয়পক্ষকে আপস মানানোর চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আপসের চেষ্টা চলিছল।সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে দুইপক্ষের ইপাটকেল নিক্ষেপে বাজারের অনেক দোকান ও নিকটবর্তী ঘর-বাড়ী ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ওসি রঞ্জন কুমার সামন্ত, ছাত্রলীগ নেতা মামুন খান, সাংবাদিক মিল্টনের নাম জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ