• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে জেএসসিতে জিপিএ ফাইভ ৬৯৩

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নয়টি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৩১ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ হাজার ১৩৫ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্ল্যা । তিনি জানান- জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ জেলা থেকে ৫ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পাশ করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২১ জন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৭৫৯ জন। জিপিএ- ৫ পেয়েছে ২২৩ জন। নবীগঞ্জ উপজেলা থেকে ৪ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৮৪৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ৭৬ জন। বানিয়াচং উপজেলা থেকে ৫ হাজার ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪০৬ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। আজমিরীগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ২৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। লাখাই উপজেলা থেকে ১ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। চুনারুঘাট উপজেলায় ৫ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ১১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। মাধবপুর উপজেলায় ৪ হাজার ৭৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৩৫৯জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। বাহুবল উপজেলা থেকে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ৯৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৯৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ