• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে বাড়ির জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাতিজার হাতে চাচা খুন হয়। এসময় আরো পাঁচ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কদ্দুছ (৫৫) ওই গ্রামের মৃত টেকাই মিয়ার ছেলে। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ এনামুল হক কামাল জানান, সুখচর গ্রামের আব্দুল কদ্দুছের সাথে একই গ্রামের তরুণ দাস ও বরুণ দাসের বাড়ির জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকালে শাহজাহানের নেতৃত্বে তরুন দাস ও বরুণ দাস ওই বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। এসময় আব্দুল কদ্দুছ বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে শাহজাহান মিয়ার আপন চাচা আব্দুল কদ্দুছ ঘটনালেই খুন হন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল তৈরী করে মর্গে পাঠানো হবে। এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ