• Youtube
  • English Version
  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ভাঙ্গা সড়কের গর্তে পড়ে ভেঙ্গে গেল সিএনজি অটোরিক্সা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া এলাকায় ভাঙ্গা সড়কের গর্তে পড়ে ভেঙ্গে গেছে সিএনজি অটোরিক্সা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চালকসহ ৬ যাত্রী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মিরপুর টু ধুলিয়াল সড়কের দ্বিমড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন যাত্রীরা।

যাত্রীরা করাঙ্গীনিউজ কে বলেন, একটু বাম দিকে হেলে গেলেই সড়কের নিচে পড়ে গিয়ে প্রাণহানির মত দুর্ঘটনা ঘটত। অথবা সিএনজিটি একটু স্প্রীডে থাকলে উল্টে যেত।

তারা বলেন, বড় গর্তের মধ্যে পড়ে সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়।

জানা যায়, উপজেলা থেকে জেলা সদরের সড়ক মিরপুর টু ধুলিয়াখাল। মিরপুর থেকে দ্বিমুড়া পর্যন্ত অর্থাৎ বাহুবল উপজেলা সীমানা পর্যন্ত খনাখন্দকে ভরপুর পুরো সড়কটি। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। উল্টে যাচ্ছে টমটম, অটোরিক্সাসহ বিভিন্ন যান বাহন। এ দিকে নজর নেই প্রশাসনের।

শুধু বাহুবল উপজেলার জনসাধারনই এই সড়ক ব্যবহার করছে না। নবীগঞ্জ শ্রীমঙ্গল সাতগাও সহ বিভিন্ন এলাকার জনসাধারন ওই রাস্তা ব্যবহার করছে।

তিন কিলোমিটার সড়ক ভাঙ্গা গর্তে ভরপুর থাকার কারনে রোগী ও গর্ভবতী নারীদেরকে নিয়ে শায়েস্থাগঞ্জ হয়ে ১০ কিলোমিটার ঘুরে জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে তাদের।

সম্প্রতি মিরপুর টু ধুলিয়াখাল সড়কের হবিগঞ্জ সদর উপজেলা অংশের কাজ হলেও রহস্য জনক কারনে বাহুবল উপজেলা অংশের কাজ হচ্ছে না।

দুর্ঘটনায় পতিত সিএনজি চালক আলাউদ্দিন বলেন, প্রতিদিনই কারও না কারও সিএনজির চাকা খুলে যায়, ভেঙ্গে যায় গাড়ির চেচিস। ঘটে দুর্ঘটনা।

টমটম চালক রুবেল বলেন, রাস্তায় যে মোটা গাতা, গাতাত পড়লে যেগাত উল্টে যায় টমটম, আমি ক’দিন উল্টে পড়ছি টমটম লইয়া।

যাত্রীদের দাবি বাহুবল উপজেলা সিমান্তের প্রায় তিন কিলোমিটার রাস্তা দ্রুত সংষ্কার করা হউক।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ