শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে রেজাউল করিম নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে শহরতলীর সুলতাম মামদপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের রুস্তম আলী সর্দারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রেজাউল করিম রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার রুমে প্রবেশ করে। এ সময় তাকে ফ্যানের সাথে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পায়।
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।