শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং (হবিগঞ্জ): ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৯ উদযাপন হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়ের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে গণ স্বাক্ষর কর্মসূচী পালন, স্থানীয় বড় বাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড (সহকারি ভূমি) মো. মতিউর রহমান খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক কাজী মুফতি আতাউর রহমান।
উপস্থিত সবাই প্রথমে নিজে দূর্নীতিমুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজ নিজ অঙ্গণকে দূর্নীতিমুক্ত রাখতে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা,কর্মচারি,শিক্ষক,সাংবাদিক ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।