• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে সারাদেশে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জও এর ব্যতিক্রম নয়। সকল ক্ষেত্রেই আমরা এই জেলাকে এগিয়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। সেই ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যে যার জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। বরাবরই আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছি। অন্যান্য জেলার তুলনায় আইন-শঙ্খলা পরিস্থিতিতে হবিগঞ্জ সারাদেশে রোল মডেল। তবে পরিস্থিতি অস্বাভাবিক করতে কিছু লোক উৎ পেতে থাকে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু উন্নয়নের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় আরো বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মর্জিনা খাতুন, উপজেলা চেয়ারম্যান যথাক্রমে মর্তুজা হাসান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ মোঃ শাহজাহান, সৈয়দ খলিলুর রহমানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ