• Youtube
  • English Version
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে মোর্শেদ কামাল স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে মোর্শেদ কামাল ভবনে শুক্রবার  মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে গরীব ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
মোর্শেদ কামাল স্মৃতি সংসদের পক্ষে প্রয়াত সৈয়দ মুর্শেদ কামাল সাহেবের ছেলে সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান উপস্থিত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় নাসিরনগর ছাড়াও ধরমন্ডল, চাতলপাড়, গোকর্ণ, গোয়ালনগর ও  কুন্ডার একটি হিন্দু ধর্মীয় সংগঠনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত শত শত নারী পুরুষ সে সময় শীতবস্ত্র গ্রহণ করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সৈয়দ  সাজ্জাদ মোর্শেদ সোহান ছাড়াও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের  মেম্বার আজদু মিয়া,খাইরুল মেম্বার,মহিলা মেম্বার গুলবাহার বেগম,বাদল দেব, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোজাম্মেল হক  সবুজ, সাংবাদিক মোঃ আব্দুল হান্নান,  সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, সাংবাদিক নীহারেন্দু চক্রবর্তী, কুন্ডা রামকৃষ্ণ মিশনের পরিচালনা পর্ষদের   বাবু বিশ্বনাথ রায়,পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রিন্স বোরহান উদ্দিন  প্রমুখ বক্তব্য রাখেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ও দাঁতমণ্ডল মাদ্রাসার শিক্ষক জনাব আছমত আলী দোয়া মাহফিল পরিচালনা করেন।
উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের নিকট থেকে  ধরমন্ডল ঐক্য পরিষদ, চাতলপাড় পাক পাঞ্জাতন সংঘ, গোয়ালনগর একতা সংঘ ও কুন্ডা ইউনিয়নের রামকৃষ্ণ মিশন ও গোকর্ণ ইউনিয়নের  নেতৃবৃন্দ স্ব স্ব সংগঠনের পক্ষে মোট ১ হাজার শীতবস্ত্র গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ