• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জের অবৈধ ইটভাটা ভরসা ব্রিকস ভাঙ্গার আধা ঘন্টার মধ্যে মেরামতের কাজ শুরু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর নামক স্থানে অবস্থিত দীর্ঘ এক যুগ ধরে অবৈধভাবে চলা ভরসা ইটভাটা ভেঙ্গে দেয়ার আধা ঘন্টার মধ্যেই ভাঙ্গা অংশ মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটা মালিকের লোকজন। অবৈধভাবে চালিয়ে যাওয়া ভরসা ইটভাটার মালিকদের কুটির জোর কোথায় প্রশ্ন উঠেছে জনমনে।

বুধবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল ও বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ভরসা ইটভাটার কিলিংয়ের একটু জায়গা এসকাবেটর দিয়ে ভেঙ্গে দিয়েই অভিযান সমাপ্ত করা হয়।

অভিযান শেষ করে কর্মকর্তারা বাহির হবার আধা ঘন্টার মধ্যেই কিলিং মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। সাথে চলছে ইট পুড়ানোর কাজও। অন্যদিকে রেজার লোকজন কাচা ইট বোঝাইও করছে কিলিংয়ের ভিতর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটার মালিক জানান, নামকুয়াস্তে অভিযান শেষ করেই চলে গেলেন ম্যাজিস্ট্রেটগণ। হয়ত ভাটার মালিকের উপরে হাত রয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলার তিনটি ইটভাটার পুরো কিলিং চুঙাসহ ওয়াল ভেঙ্গে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু ভরসা তো ঠিকই চলবে। তাদের কুটির জোড় নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য ইটভাটার মালিকরা।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমরা চুলার মুখ ভেঙ্গে দিয়েছি শুধু চুলার ভিতরে ডুকানো মালগুলিই পুড়বে। যদি নতুন করে তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ