করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে প্রেসবøাবের কার্যকারী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যরা পৌর শহিদ মিনারে ফুল দিয়ে একাত্তরের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৯টায় প্রেসক্লাব সদস্যরা উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় প্রেসবøাব মাঠে অনুষ্টিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এতে প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দুুপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বিজয় উৎযাপন সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ