কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেসক্লাব এর আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাত সাড়ে ৭ টায় প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, শাব্বির এলাহী, পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ, আসবুজ্জামান শাওন, আর কে সোমেন, আহমেদুজ্জামান আলম, সাদিকুর রহমান সামু, আকাশ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ ও জাতীয় দিবস হিসাবে ঘোষণা করার দাবী জানান।