বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শেষদিন সোমবার হবিগঞ্জের চারটি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন, ভোটারের স্বাক্ষর তালিকায় ভুয়া স্বাক্ষর ও নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা দেবী চন্দ বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নি কর্মকর্তা জানান, হবিগঞ্জ-২ (বানিয়াচংÑ আজমিরীগঞ্জ) আসনে ব্যারিস্টার সৈয়দ মোস্তাক আহমেদ, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই- শায়েস্তাগঞ্জ) আসনে আশরাফ উদ্দিন ও হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে জামাল উদ্দিন (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচন কমিশনে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
এছাড়া হবিগঞ্জ-৩(সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেত্রী সায়মা বেগম চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাননি, তাই তারটিও বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের চারটি আসনে মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।