করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে ভালোবাসা দিবসে নির্ধারণ হবে নগরপিতা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নির্বাচন আজ ১৪ ফেব্রুয়ারী। দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে নির্ধারিত। এই আনন্দের দিনে পৌরসভার ১৪ হাজার ভোটার ইভিএমের বাটন চেপে নির্ধারণ করবেন তাদের নগরপিতা।

এই পৌরসভায় মেয়র পদে তিন প্রতিন্ধিতা করলেও মুলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে।

এই পৌরসভায় গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল মাত্র ১৪ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীর কাছে হেরেছিলেন।

তিন প্রার্থী মধ্যে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, বিএনপি প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল বাছির।

চুনারুঘাট উপজেলা মূলত আওয়ামী লীগের ঘাঁটি। এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভোটার হওয়ায় প্রতিটি জাতীয় ও উপজেলা নির্বাচনে নৌকার বাক্সে একচেটিয়া ভোট পড়ে। তবে শুধুমাত্র পৌরসভার হিসেবে ধরলে বিএনপির দাপটও রয়েছে বেশ। যে কারণে ২০১৫ সালের নির্বাচনে লড়াই করলেও শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীর কাছে হারতে হয়েছে আওয়ামী লীগ প্রার্থীকে। শুধু তাই নয়, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র পদটি বিএনপির দখলেই রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক দেব বলেন, নয়টি ওয়ার্ডের ১১ কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭ হাজার ১১১ জন ও মহিলা ভোটার ৭ হাজার ২৯১ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ