করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ‘আলোয় আলো’ প্রচেষ্টা প্রকল্পের আলোচনা সভা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  কমলগঞ্জে বেসরকারি সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলাস্থ ‘আলোয় আলো’ প্রকল্প অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, কমলগঞ্জের বিভিন্ন চা-বাগানের শিশুদের শিক্ষা, পুষ্টি ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করার জন্য কাজ করে আসছে বেসরকারি সংস্থা প্রচেষ্টা’র ‘আলোয় আলো’ প্রকল্প।

এ প্রকল্পে অর্থায়ন করছে ‘চাইল্ড ফান্ড কোরিয়া’। প্রকল্পের পার্টনার হিসেবে বেসরকারি সংস্থা এডুকো ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘আলোয় আলো’ প্রকল্পের আওতায় কোভিড-১৯ জরুরি সহায়তা কার্যক্রম ইমার্জেন্সি ক্যাশ/ফুড এন্ড হাইজিন মেটেরিয়াল সাপোর্ট ফর দি কোভিড-১৯ এফেকটেড মোস্ট ভালনারেবল চিলড্রেন এন্ড কমিনিউটি ইন মৌলভীবাজার ডিস্ট্রক্ট প্রকল্পের আওতায় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো-বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়ন করেছে।

আলোচনা সভায় এ প্রকল্পের চলমান সকল কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ