করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট বিভাগে করোনায় আরও ৪ জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিনিধি: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। এর মধ্যে সিলেটের ১১৫ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন।

একই সময়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১০৬ জন। এর মধ্যে সিলেটের ৪৪ জন, সুনামগঞ্জের ২৭ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ২৭৯ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত আট হাজার ৯১৭ জনের মধ্যে সিলেট জেলার চার হাজার ৭৯৩ জন, সুনামগঞ্জের এক হাজার ৬৭৩ জন, হবিগঞ্জের এক হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারের এক হাজার ১৫৫ জন রয়েছেন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন। এর মধ্যে সিলেটের ৬৮ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ২০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সিলেটের ৩১ জন ও হবিগঞ্জের ১৮ জন রয়েছেন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার হাজার ২৭৯ জন। এর মধ্যে সিলেটের এক হাজার ৪৪৭ জন, সুনামগঞ্জের এক হাজার ২৭১ জন, হবিগঞ্জের ৮৬৬ জন ও মৌলভীবাজারের ৬৯৫ জন রয়েছেন।

গত ১০ মার্চ থেকে আজ ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৯০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৫২৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৬৭ জন। আর হাসপাতালের আইসোলেশনে আছেন বিভাগের ৩৯০ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ