• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে আসামী ধরতে গিয়ে এসআই সহ আহত ৪

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামীসহ  হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ১২ টায় এ ঘটনা ঘটে বলে জানায় নবীগঞ্জ থানা পুলিশ।

এসময় আসামী পক্ষের লোকজন পুলিশকে মারধোর করে এবং ধৃত আসামীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জান যায়,  শুক্রবার রাত ১২ টার দিকে নবীগঞ্জ থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাঞ্জারাই গ্রামের খালিক মিয়ার বাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে যায়। এসময় আব্দুল আলীমসহ ৩জন আসামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় বাড়ীর লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এতে গ্রামের লোকজন লাটিসোঠা নিয়ে পুলিশের উপর হামলা করে ধৃত আসামীদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশকে বেধড়ক মারপিট করা হয়।

পরে আহত পুলিশ সদস্য নবীগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম (৪২), এএসআই রুহুল আমীন (৩৫), পুলিশ সদস্য সজিব আলী (৫০), নজমুল ইসলাম (২০) কে রাতেই নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় শনিবার (০৩ আগস্ট) বিকেলে নবীগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালানো হয়। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভভ হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা বাড়ীঘর ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, রাতে ওয়ারেন্টভুক্ত আসামীদের ধরতে যায় পুলিশ। এসময় আসামীপক্ষের লোকজন পুলিশের উপর হামলা করে আসামীদের ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ