Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
 #  বাংলাদেশ দলে সিলেটের নাঈম #  সিলেট সিক্সার্সের সাথে বৈঠক আজ #  হবিগঞ্জে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা সম্পন্ন #  পালিয়ে গিয়ে শেষ রক্ষা হল না প্রেমিক-প্রেমিকার #  মাধবপুরে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু #  চুনারুঘাটে বনগাঁও গ্রামের রাস্তার বেহাল দশা: সংস্কার দাবী #  পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের সভা অনুষ্ঠিত #  আজমিরীগঞ্জে হাওর থেকে নারীর মরদেহ উদ্ধার #  মাধবপুরে চা শ্রমিককে কুপিয়ে হত্যা #  হবিগঞ্জে মানবিক, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সভা #  শায়েস্তাগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে জি কে গউছের মতবিনিময় #  চুনারুঘাট পৌর শহরে উচ্ছেদ অভিযানে যানজটমুক্ত সড়ক #  শায়েস্তাগঞ্জে আ’লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির #  বাহুবলে প্রাইভেটকার চাপায় পুলিশ সদস্যের মৃত্যু #  বিয়ানীবাজারে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

নবীগঞ্জে পুত্রের লাশ আনতে গিয়ে লাশ হলেন বাবা

বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
ছেলের লাশ বিমান বন্দর থেকে আনতে গিয়ে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আলী আহমদ (৬০) নামক ব্যক্তির।
শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, ঢাকা-সিলেট মাহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর নামক
স্থানে।
নিহত আলী আহমদ, মাধবপুর উপজেলার জালুয়াবাজ গ্রামের বাসীন্দা।
প্রত্যেক্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত আলী আহমদের ছেলে জজ মিয়া
(২২) গত এক মাস পূর্বে সৌদিআরবে মারা গেলে গতকাল ছেলের লাশ সিলেট
ওসমানী বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর নামক স্থানে পৌঁচ্ছা মাত্রই সিলেট গামী পিকআপ (ঢাকা মেট্টো- ন:১৬-৪৯৩১) সাথে মাধবপুর অভিমুখি এম্বুল্যান্স (ঢাকা মেট্টো- ছ: ৭১-১১৪২) এর মুখোমুখি
সংঘর্ষে ধূমড়ে মুছড়ে এম্বুল্যান্সটি খদে পড়ে যায়। ফলে মহা সড়কের খাদে পানিতে ডুবে পিতার মৃত্যু হয়।
এঘটনায় আশপাশ লোকজন এগিয়ে আসেন। অনেকেই যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি আপলোড করেন। এতে চতুরদিকে চড়িয়ে পড়ে বিষয়টি।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ও দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শেরপুর হাইওয়ে থানা
হেফাজতে নিয়ে যান।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ অহিদুজ্জামানের সাথে
যোগাযোগ করা হলে, তিনি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে, কোনো
ময়না তদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় হাইওয়ে থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
editor masum